
ছবি: সংগৃহীত
সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ভুল তথ্যের বিপরীতে পরিবার নিশ্চিত করেছে, *মাহাতাব মারা যাননি। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউর ১১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
আজ দুপুর ১টা ৩০ মিনিটে, মাহাতাবের গার্ডিয়ানের অনুমতিতে মামা তাকে আইসিইউতে সরাসরি দেখে এসেছেন। তিনি জানান, “আমি নিজ চোখে আমার ভাগ্নে মাহাতাবকে দেখেছি। সে এখনো বেঁচে আছে এবং নিজে থেকেই শ্বাস নিতে পারছে।”
চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে, মাহাতাবের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তবে আশার কথা, তার শ্বাসনালিতে কোনো বার্ন হয়নি। এটি তাকে বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা।
একজন চিকিৎসক জানান, “যেহেতু তার শ্বাসনালী অক্ষত, এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক, চান্স ৫০/৫০ বলা যায়।”
বর্তমানে আইসিইউতে থাকা অন্যান্য শিশুরাও গুরুতর দগ্ধ অবস্থায় আছে। তবে কারো বার্ন ২০ শতাংশ, আবার কারো ২৫ শতাংশ। তুলনামূলকভাবে মাহাতাবের বার্ন বেশি এবং তার অবস্থা কিছুটা সংকটাপন্ন।
এক জনের ভাষায়, “আইসিইউতে অনেক শিশু ভর্তি আছে। সবাই কমবেশি একই অবস্থায় আছে, তবে কিছু শিশুর অবস্থা একটু ভালো।”
মাহাতাব এখনো জীবিত এবং বেঁচে থাকার জন্য লড়াই করছে। ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিয়ে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবার ও স্বজনরা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সে এখন বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছে। তার চিকিৎসা চলছে এবং উন্নতির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
ছামিয়া