ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চাটমোহরে স্কুল ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ! থানায় মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা:

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ জুলাই ২০২৫

চাটমোহরে স্কুল ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ! থানায় মামলা দায়ের

পাবনার চাটমোহর উপজেলার বড় শালিখা গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে মেয়ের পরিবার।

সূত্রে ও চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন হোসেন (৩৪) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার (২৩ জুলাই) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ধর্ষনের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ধর্ষক শাহীনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

আফরোজা

×