ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আ.লীগকে অরাজকতা করার সুযোগ দেব না: সারজিস

মোঃ মাইনুল ইসলাম, চাঁদপুর

প্রকাশিত: ১৮:২৩, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:০৯, ২৩ জুলাই ২০২৫

আ.লীগকে অরাজকতা করার সুযোগ দেব না: সারজিস

চাঁদপুরে দলীয় পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সারজিস আলম বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর যত ঘটনা হয়েছে, এসব ঘটনায় যেসব তদন্ত কমিটি হয়েছে, এসব কমিটিগুলো যেন প্রত্যেকটি ঘটনার পেছনে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ও পদ্ধতি দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। বাংলাদেশ এমন ধ্বংসের পরে আর কোন চুরির খেলা দেখতে চাই না।

এই নেতা বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা আর এই বাংলাদেশে দেব না। আমাদের রাজনৈতিক আদর্শ ও নাম ভিন্ন হতে পারে। আমরা বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি। যদি আওয়ামী লীগের প্রশ্ন আসে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করবো।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন বক্তব্যে বলেন, বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ের ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকাহত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এই মাটিতে কয়জন ব্যক্তি শহীদ হয়েছেন। আপনারা এই শহীদ মায়েদের আর্তনাদ শুনেছেন। বাংলাদেশের উর্বর মাটি শহীদদের রক্তে রঞ্জিত। আমাদের মনে প্রশ্ন জাগে, কতদিন পর্যন্ত এই শহীদদের রক্তের মর্যাদা ভুলুণ্ঠিত হবে?

আফরোজা

×