ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

তিস্তার পানি দ্রুত বাড়ছে, কুড়িগ্রামে বন্যার শঙ্কা

রফিকুল ইসলাম রফিক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম 

প্রকাশিত: ২২:১৪, ২১ জুলাই ২০২৫

তিস্তার পানি দ্রুত বাড়ছে, কুড়িগ্রামে বন্যার শঙ্কা

উজান থেকে আসা ঢল ও টানা ভারি বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকায় দেখা দিয়েছে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা। 
ইতোমধ্যে কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে, তবে এখনো সরকারি পর্যায়ে কোনো আগাম সতর্কতা বা প্রচারণা শুরু হয়নি—যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আজ সোমবার (২১ জুলাই) বিকাল ৩ টায় লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় পানিপ্রবাহ বেড়েছে ১৪ সেন্টিমিটার।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, “উজানে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী তীরবর্তী রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।”

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল ও মেঘালয় রাজ্যে গত কয়েক দিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের উত্তরাঞ্চলের নদনদীতে। কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি একযোগে বেড়েছে। পাউবোর স্থানীয় সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় ধরলায় ৪ সেমি, দুধকুমারে ১৮ সেমি, ব্রহ্মপুত্রে ২১ সেমি এবং তিস্তায় ১৪ সেমি পানি বেড়েছে।

রাজারহাট উপজেলার ডাংড়াহাট তিস্তা পাড় এলাকার আবু তাহের জানান, “নদীর পানি বাড়লেও আগাম কোনো সতর্কতা পাচ্ছি না। চরের মানুষ নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, “সরকারি পর্যায়ে বন্যা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক প্রচার শুরু হয়নি। পরিস্থিতি অনুযায়ী দ্রুত চরাঞ্চলে প্রচারণা চালানো হবে।”

স্থানীয় কৃষকদের শঙ্কা, পানি হঠাৎ বেড়ে যাওয়ায় তিস্তার চরাঞ্চলে থাকা ধান ও আগাম সবজি চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। মাত্র কয়েক সপ্তাহ আগেও নদীতে পানি না থাকায় খরার আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু এখন হঠাৎ বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।

 

রাজু

×