
রংপুরের গংগাচড়া উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক গংগাচড়া মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগীর দাদী মোছাঃ মিনু বেগম (৬০) থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ১৩ বছর বয়সী নাতনি জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী এবং তিনি নিজে তাকে লালন-পালন করে আসছেন। অভিযোগে বলা হয়, গত কয়েক মাস ধরে এলাকার এক ব্যক্তি, মোঃ মাসুদ মিয়া (৪৭), পিতা মৃত মোয়াজ্জেম হোসেন, ওই কিশোরীর ওপর কু-নজর দিয়ে আসছিলেন এবং একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতেন।
গত ১৬ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মিনু বেগম বাড়িতে তার নাতনিকে রেখে ঔষধ আনতে পার্শ্ববর্তী হাটে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান অভিযুক্ত ব্যক্তি তার বাড়ি থেকে দ্রুত সরে পড়ছে। এরপর ঘরে ঢুকে নিজের নাতনিকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় শয়নঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।
তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা হয়— মোছাঃ মালেকা বেগম, মোছাঃ মাকসুদা বেগম ও মোছাঃ ফেন্সি বেগমসহ আরও অনেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এজাহারে বলা হয়, স্থানীয়ভাবে বিষয়টি জানানো হলেও পরামর্শ অনুযায়ী থানায় এসে অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাজু