
ছবি: জনকণ্ঠ
পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সোমবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামে মালয়েশিয়া প্রবাসী শাহ আলম তালুকদারের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। ওই বাড়িতে শাহ আলম তালুকদারের স্ত্রী মনিমালা বেগম একা বসবাস করতেন। তার স্বামী শাহ আলম তালুকদার মালয়েশিয়া এবং দুই পুত্র মাহফুজ তালুকদার ও মারুফ তালুকদার ইতালী প্রবাসী। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগি মনিমালা বেগম জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশি আমীর হোসেন তালুকদার গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব ও আদালতে মামলা চলছে। এ ঘটনায় মীমাংশার কথা বলে স্থানীয় প্রভাবশালী আমীর হোসেন তালুকদার, সানাউল পাঙ্খাদার, আবু ছালাম তালুকদার, তুহিন মাদবর, আবু বকর তালুকদার মিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। মনিমালা বেগম তাদের চাহিদা মোতাবেক টাকা দিতে অস্বীকৃতি জানায়।
সোমবার মনিমালা মামলা সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার চিকন্দী আদালতে যায়। এসময় ফাঁকা বাড়ি পেয়ে বিকেলে মনিবালা বেগমের বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। আগুনে মালামালসহ পুরো ঘর পুড়ে গেছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আমীর হোসেন তালুকদারের স্ত্রী ফিরোজা বেগম বলেন, স্থানীয় লোকজন সালিশ বৈঠক করেছে। আমাদেরকে পাঁচ লাখ টাকা দিয়ে মীমাংশা করে দিতে চাইছে কিন্তু মনিমালা বেগম তা মানেনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শরীয়তপুর সদরের পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ওই মহিলার সাথে একটি পক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলছে। তবে আগুন কে বা কারা দিয়েছে কেউ দেখেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
আবুল বাশার
ছামিয়া