
ছবি: জনকণ্ঠ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যালয় চলাকালীন সময়ে সোমবার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চেয়ারে বসে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছে এক মাদক সেবী।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্ৰাম ইউনিয়নের ৭১ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের দপ্তরি আইয়ুবুর রহমান জানান, ওই গ্রামের আউয়ালের মাদকাসক্ত ছেলে শরিফ (২৮) প্রায় সময়ই বিদ্যালয়ে এসে দপ্তরি আইয়ুবুর রহমানসহ প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম এর কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। তাকে টাকা না দিলে সে প্রধান শিক্ষিকাকে মারধর করতে চায় এবং প্রাণনাশের হুমকি দেয়। সোমবার দুপুরেও শরিফ বিদ্যালয়ে প্রবেশ করে দপ্তরি আইয়ুবুর রহমানের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। আইয়ুবুর রহমান টাকা না দিলে তাকে মারধর করে। পরে শরীফ প্রধান শিক্ষিকার চেয়ারে বসে প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে বিদ্যালয়ের অফিস কক্ষে থাকা ফুলদানিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তাছাড়া প্রধান শিক্ষিকার পার্স থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয়। এ সময় প্রধান শিক্ষিকাসহ দুই-একজন অভিভাবক তাকে বাধা দিতে গেলে সে মারমুখী হয়ে ওঠে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম মুঠোফোনে জানান শরিফ একজন মাদকসেবী।
এর আগেও সে স্কুলে এসে এরকম ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান পুলিশ এসে তাকে স্কুল থেকে বের করে এলাকার জনগণের কাছে হস্তান্তর করে যান। তার এরকম আচরণে স্কুলের ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তবে এ ব্যাপারটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
আবির