ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জুলাই স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 

প্রকাশিত: ২১:১৩, ১৪ জুলাই ২০২৫

জুলাই স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক জনকণ্ঠ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরি বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদেরকে শুধু তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আজ আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।

সোমবার কক্সবাজারে বিজয় সরণি সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, জুলাই যোদ্ধাদের  আত্মত্যাগের স্মারক এটি। এই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেন স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।

উদ্‌বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও জুলাই যোদ্ধারা।

পরে জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। স্তম্ভটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

হ্যাপী

×