ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির

দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে

মাজেদুল ইসলাম আকাশ, বোদা, পঞ্চগড়

প্রকাশিত: ২১:০৩, ১৪ জুলাই ২০২৫

দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে

ছবি: জনকণ্ঠ

দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নাজির। 

সোমবার (১৪ জুলাই) মাসিক আইন শৃঙ্খলা ও জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ আহবান করেন। 

উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফুল কবীর, বোদা থানা অফিসার ইনচার্জ (তদন্ত), মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, জুলাই আন্দোলনে শহিদ আবু সাইদের ভাই মামুন, জুলাই যোদ্ধা মাসুদ রানা, প্রেসক্লাবের সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান সিরাজ প্রমুখ। 

বক্তারা জুলাই আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণে ১৬ তারিখ যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালনে একমত ব্যক্ত করেন। ২০২৫ এসএসসি সমমান ফলাফলে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শুন্য ফলের জন্য ঐ চারটি প্রতিষ্ঠানসহ অপকর্মে লিপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

এসময় বক্তাগণ আরও বলেন অনলাইন জুয়া, কিশোরগ্যাং, শিক্ষার্থীদের মাঝে মাদকজাত পণ্য সহজলভ্য না হওয়া, যত্রতত্র প্রশিক্ষণ বিহীন ভুয়া পশু ডাক্তারদের থামাতে পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও বক্তাদের আলোচনায় উঠে আসে। 

সভাপতির বক্তব্যে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, "এসএসসি পরীক্ষায় শূন্য রেজাল্ট করা চারটি প্রতিষ্ঠানের ব্যাপারে প্রকৃত কারণ উদঘাটনে ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধিসহ দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ভাবে অগ্রসর হচ্ছে।

তিনি আরও জানান, উপজেলার সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে অডিটোরিয়াম আধুনিকায়ন, পাবলিক লাইব্রেরি, খেলার জন্য ক্রিকেট পিচ, মাঠ সংস্কার, বাসস্ট্যান্ডে দৃষ্টিনন্দন ফোয়ারাসহ শিশু পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই কাজগুলি সমাপ্ত হলে তরুণ প্রজন্ম খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মাকান্ডে উৎসাহিত হবে এবং মাদক সহ তরুণদের নানাবিধ সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখবে আশা করি।"

এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বোদা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আবির

×