ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দুজনসহ ৩ নারীর মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৩:২৩, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৩:২৪, ১৪ জুলাই ২০২৫

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দুজনসহ ৩ নারীর মৃত্যু 

ছবি: বান্দরবান সদর থানার ফাইল ছবি।

বান্দরবা‌নে সদর উপজেলার সুয়ালক ইউনিয়‌নের রাংলাই হেডম‌্যানপাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজনসহ ৩ জন ম্রো নারীর মুত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল নামক এলাকার রাংলাই হেডম‌্যানপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন,  তুম‌লে ম্রো (১৮), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যানপাড়ার বা‌সিন্দা বলে জানা গেছে। পু‌লিশ ও স্থানীয়র‌া জানায়, রাংলাই হেডম‌্যানপাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। ওখা‌নের তা‌রের সঙ্গে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়। এসময় তিন জন ম্রো নারী ঘটনাস্থ‌লেই পুড়ে গিয়ে নিহত হয়। প‌রে স্থানীয়রা একজন‌কে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লেও বাকি দুজনের মরদেহ এখ‌নও ঘটনাস্থ‌লে আছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী নিহত হয়েছে। তাদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ ঘটনাস্থ‌লে আছে এবং সেখানে পু‌লিশ গেছে বলে জানান তিনি।

নোভা

×