ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২২:০৫, ১২ জুলাই ২০২৫

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ‘খোয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে এবং খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় সিহাব মাদবর ও মামুন খান নামে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সিহাব নিহতের পূর্বপরিচিত এবং কলেজ বন্ধু বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বিকেলে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে ইজিবাইকযোগে কেনাকাটার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে শহরের পুরানবাজার যাচ্ছিলেন আয়শা আক্তার। মাঝপথে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার শ্বাসরোধ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায় সদর মডেল থানা পুলিশ। ঘটনাটি অস্বাভাবিক মনে হওয়ায় সিহাব ও মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মিমিয়া

×