ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শহীদ পরিবার ও আহতদেরকে জামায়াতের আর্থিক অনুদান প্রদান 

 নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন,ভোলা

প্রকাশিত: ২০:৩৬, ১১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩৬, ১১ জুলাই ২০২৫

শহীদ পরিবার ও আহতদেরকে জামায়াতের আর্থিক অনুদান প্রদান 

ছবি: দৈনিক জনকণ্ঠ

২৪'র জুলাই গণঅভ্যুত্থাণে চরফ্যাসন উপজেলার শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামায়াতে ইসলামী'র আয়োজনে  মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ।  শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় পৌর অডিটরিয়ামে  বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে  উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন এর সভাপতিত্বে 

প্রধান অতিথি'র বক্তব্যে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদের সাজানো প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিবাদের পতনের পর যেখানে একটি দলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের কোন বাধা ছাড়া থানা থেকে তাদের দলীয় কর্মীকে ছিনিয়ে নেয়, সেই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ দেশের মানুষ মনে করে জুলাই গণহত্যার বিচার ও সংস্কার শেষ না করে নির্বাচন নিয়ে ভাবার কোন সুযোগ নেই। জামায়াতে ইসলামী মানুষের এই ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল বিধায় বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে জুলাই গণহত্যার বিচার ও সংস্কার শেষ করার কাজে মনোনিবেশ করতে। মোটকথা এখন  নির্বাচন নিয়ে কথা বলার সময় নয়।   

প্রধান আলোচক ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামী'র আমীর মাস্টার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ভোলা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। 

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচনের আয়োজন হলে, তা হবে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানি। এ সময় জুলাই সনদের স্বীকৃতি ও গণহত্যার বিচার সম্পন্ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা  । 
মতবিনিময় শেষে জুলাই গণঅভ্যুত্থানে চরফ্যাসনের ১৩ শহীদ পরিবার ও ১৫ আহত ব্যক্তির মাঝে উপজেলা জামায়াতে ইসলামী'র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অন্যদের মধ্যে জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

ফারুক

×