
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শারসাকান্দি এলাকায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরি (৩৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শামীমা শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ওই গ্রামের আরশাফ শেখের স্ত্রী।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার শারসাকান্দি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ থেকেই শিক্ষিকা আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
ওসি আরও জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
ফারুক