
কুড়িগ্রামে এস এসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ের কোন ছাত্র-ছাত্রী পাশ করেনি। এ ফলাফলে এলাকায় চাঞ্চলের সৃষ্টি করেছে।
জানা গেছে এবারের এস সি পরীক্ষায় কুড়্রিগ্রাম সদরের পূর্র্ কুমোরপুর আদশ উচ্চ বিদ্যালয়ে ১ জন শিক্ষার্থী, নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ১১জন শিক্ষার্থী ও ফুলবাড়ী উপজেলার নজর মাহুমুদ আদশ ৯ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি। যা এলাকায় চাঞ্চলের সৃষ্টি করেছে।
এমনিতেই কুড়িগ্রামে জেলায় এবারে জি পি এ-৫ এর সংখ্যা অনেক কম। কুড়িগ্রাম সরকারী বালক বিদ্যালয়ে পাশের হার প্রায় ৯৮ দশমিক ২৪ শতাংশ। আর কুড়িগ্রাম সরকারী বালিকা বিদ্যালয়ে পাশের হার ৮৯দশমিক ২২ শতাংশ। বালিকা বিদ্যালয়ে ২৫জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
চলতি বছর দিনাজপুর বোর্ডের পাশের হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ।
রাজু