
ছবি: সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন। তিনি লিখেছেন:
"গত বছরও বলেছিলাম! আজ আবার বলছি।
এত রক্ত হাতে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার আর কোনো পালানোর পথ নেই।
তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।"
উল্লেখ্য যে,জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি এমন নির্দেশনার একটি অডিও কল যাচাই করে বিষয়টি প্রকাশ্যে আনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির ওই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি- করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা।
ছামিয়া