ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভোলায় মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৫:১১, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১২, ৯ জুলাই ২০২৫

ভোলায় মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি

ছবি: জনকণ্ঠ

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ বুধবার সকাল থেকে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতরাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে সাধারণ শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বিপাকে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকায় অটোরিকশা চালকদের আয় কমে গেছে। এদিকে সাগর উত্তাল হওয়ায় আজ বুধবার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা রয়েছে। এতে করে আজসহ টানা ৬ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরট-ঢাকা, হাতিয়া-ঢাকা সহ অভ্যন্তরীণ ১০টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের পারাপার করেছেন।

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গতকালের চেয়ে বৃষ্টি পাত আরো বেশি হয়েছে। মঙ্গলবার ভোলা জেলায় সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর বুধবার সকাল ৬টা পর্যন্ত ভোলা জেলায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে শহরের চরনোয়াব এলাকারসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

টানা ৬ দিনে মোট ৩০৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ১২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে আজো ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে। তাই আজ বুধবার টানা ৬ দিন
ভোলার ইলিশা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। অবৈধ নৌযান চলাচল বন্ধ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহের উদ্যোগ নিয়েছেন।

আবির

×