ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মঠবাড়িয়ায় পৌর বিএনপির সম্মেলন, গোপন ব্যালটে নেতা নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর

প্রকাশিত: ১৫:০০, ৯ জুলাই ২০২৫

মঠবাড়িয়ায় পৌর বিএনপির সম্মেলন, গোপন ব্যালটে নেতা নির্বাচন

ছবি: জনকণ্ঠ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রায় দীর্ঘ ১৫ বছর পরে এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমুল নেতা নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য বিএনপি নেতা কর্মীদের।

সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কাউন্সিলে পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জন সদস্য ভোটারের মধ্যে ৬৩২ জন সদস্যের ভোট প্রয়োগের মাধ্যমে ভোটাররা পৌর বিএনপির নেতা নির্বাচিত করেন। যার ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে ১১ টায়। নির্বাচনের ফলাফলে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে ৩২৯ টি ভোট পেয়ে জসিম উদ্দিন ফরাজী সভাপতি, ৩৫৭ টি ভোট পেয়ে মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং ৩৮৫ ও ৩০০ ভোট পেয়ে যথাক্রমে হারুন অর রশিদ ও মো. মন্টু মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এর আগে সকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন করীরের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব নবনির্বাচিত নেতৃবৃন্দ দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবেন।

আবির

×