ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এবার সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ জুলাই ২০২৫

এবার সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সমাবেশ শেষে ফেরার সময় সড়ক অবরোধ করে তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, “গোপালগঞ্জে জুলাই পদযাত্রার নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রজনতার সঙ্গে মিলিত হয়ে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।”

এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এই হামলার ঘটনায় দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

শিহাব

আরো পড়ুন  

×