ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বান্দরবানে সিভিল সার্জন অফিসের সামনে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৫:০৯, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১০, ৮ জুলাই ২০২৫

বান্দরবানে সিভিল সার্জন অফিসের সামনে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বান্দরবান শহরের সিভিল সার্জন অফিসের সামনে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন

বান্দরবানে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়া, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ সহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় জীবনকে ঝুঁকি দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। দীর্ঘদিন ১৬তম গ্রেডে কর্মরত থাকলেও এখনো পদোন্নতি পায়নি তারা। অন্য দপ্তরের একই গ্রেডের কর্মচারীরা ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন, যা তাদের প্রতি একরকম বৈষম্য এবং অবমূল্যায়ন।

তারা ইন-সার্ভিস ডিপ্লোমাধারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি জানান এবং কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত শতাধিক স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।

নুসরাত

×