ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মাদরাসার ছাত্রী শিশু ময়না হত্যা বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৫:০৫, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০৯, ৮ জুলাই ২০২৫

মাদরাসার ছাত্রী শিশু ময়না হত্যা বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে বিশ্বরোড ছাত্র ঐক্য ও সর্বস্তরের জনতা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড গোল চত্বরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি—ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, শনিবার (৫ জুলাই) মাইমুনা আক্তার ময়না নিখোঁজ হওয়ার পর বিকেল থেকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

রবিবার (৬ জুলাই) সকালে হাবলী পাড়া জামে মসজিদে মক্তবে পড়তে যাওয়া একটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ময়নার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

সোমবার (৭ জুলাই) প্রবাস থেকে বাবা আব্দুর রাজ্জাক দেশে ফিরলে, বাদ আছর উপজেলার শাহবাজপুর খেলার মাঠে জানাজা শেষে ময়নাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মোছাঃ মাইমুনা আক্তার ময়না (৮) উপজেলার শাহবাজপুর চান্দু মিয়া পাড়ার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, ‘হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ আইনি প্রচেষ্টা চালানো হচ্ছে।’
 

 
 
 

মারিয়া

×