ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাবিতে ঐতিহাসিক অভ্যুত্থান স্মরণে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ঘোষণা

রাবি সংবাদদাতা, রাজশাহী 

প্রকাশিত: ২২:২৫, ৫ জুলাই ২০২৫

রাবিতে ঐতিহাসিক অভ্যুত্থান স্মরণে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ঘোষণা

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী ২০২৫ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। এ উপলক্ষে আসন্ন ৫ আগস্ট রাবির হলগুলোতে বিশেষ খাবার 'বিজয় ফিস্ট'-এর আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে আছে, ১৩ জুলাই বেলা ১১টায় ‘জুলাই চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ১৫-১৬ জুলাই সেমিনার/আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও নাট্য উৎসব, ১৮ জুলাই শিক্ষক সংহতি সমাবেশ, ২০ জুলাই বিকেল ৩:৩০ মিনিটে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা,

২৪ জুলাই রাবি গ্রন্থাগার ও শহীদ স্মৃতি সংগ্রহশালায় ‘জুলাই কর্নার’ স্থাপন, ১ আগস্ট কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, ১-৫ আগস্ট আলোকচিত্র প্রদর্শনী ও ডকুমেন্টারি, ২ আগস্ট চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, ৩-৪ আগস্ট বিপ্লবকেন্দ্রিক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান,

৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় র‌্যালি ও হলসমূহে বিজয় ফিস্ট। এছাড়া জুলাই বিপ্লবকে কেন্দ্র করে স্মারক ও অ্যালবাম প্রকাশিত হবে।

হলগুলোতে বিশেষ খাবার বিজয় ফিস্ট আয়োজনের বিষয়ে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসন্ন ৫ আগস্ট 'জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী' উপলক্ষে 'বিজয় ফিস্ট'-এর আয়োজন করা হয়েছে।

তবে ফিস্টে আবাসিক এবং অনাবাসিক সকল শিক্ষার্থীর অংশগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এই বিশেষ খাবার আবাসিক হলগুলো থেকে প্রদান করা হবে। তাই এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদ আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে। তবে আমরা আশাবাদী আবাসিক ও অনাবাসিক উভয় শিক্ষার্থীই এই ফিস্ট গ্রহণের সুযোগ পাবে।

হ্যাপী

×