
ছবি: দৈনিক জনকণ্ঠ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজসহ দলের নেতৃবৃন্দ।
কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার এবং জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান।
রক্তদান কর্মসূচিতে এদিন ১৫ জন স্বেচ্ছায় রক্ত দেন। রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাচ্চু আহমেদ শুভ। পাশাপাশি প্রায় ২০০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্ত সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা করেন খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিট।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণে ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ রক্তদান কর্মসূচি আয়োজন করেছি। বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাবে।”
কর্মসূচি শেষে জেলা বিএনপি নেতারা রক্তদাতা ও রেডক্রিসেন্ট সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মিরাজ খান