ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩:১৬, ২ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১৭, ২ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ইব্রাহিম বাবু (৩০) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটির কাছে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা নূর ইসলাম দাবি করেন, তার ছেলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে ঘাস কাটতে সীমান্ত এলাকার মাঠে যায়। সেখানে ঘাস কাটার সময় ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়লে বিএসএফ তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম বাবুর মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ৩২ বিএসএফ-এর কমান্ড্যান্ট সুজিত কুমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” তিনি জানিয়েছেন, “বেশ কয়েকজন স্বর্ণ চোরাকারবারি ভারতের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবুর নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, “সীমান্তে গুলিবর্ষণের খবর অনেকেই শুনেছেন। যেহেতু গুলির ঘটনার পর ইব্রাহিম বাবু বাড়িতে ফেরেননি, তাই তার বাবা-মায়ের ধারণা যে তিনি মারা গেছেন। তবে গুলিবিদ্ধ লাশ দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।”

মিমিয়া

×