
ছবি: জনকণ্ঠ
এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মুকসুদপুরের কৃতি সন্তান জিয়াদুল ইসলাম। তিনি দৈনিক আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত।
বুধবার (২ জুলাই) ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এসএমই খাতে অর্থায়নের জটিলতা নিয়ে দুই পর্বের সিরিজ প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম। এ বছর সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল মিলিয়ে মোট ২১ জন রিপোর্টার এই পুরস্কার পান।
এর আগে জিয়াদুল ইসলাম পেয়েছেন, ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪, ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০২৩, ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯, নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১, এবং দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১।
জিয়াদুল ইসলাম-কে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক মো. শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি।
শহীদ