ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ ঘন্টা সমুদ্রে ভাসার পর স্থানীয়দের সহায়তায় ৭ জেলে উদ্ধার

আবুল হোসেন রাজু, কুয়াকাটা, পটুয়াখালী 

প্রকাশিত: ২০:৫৩, ২ জুলাই ২০২৫; আপডেট: ২০:৫৪, ২ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩ ঘন্টা সমুদ্রে ভাসার পর স্থানীয়দের সহায়তায় ৭ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে যায়। এ ঘটনায় সাগরে প্রায় তিন ঘণ্টা ভেসে থাকার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৬-৭ কিলোমিটার গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারে থাকা জেলেরা হলেন– মো. হাসান ঘরামি (৩৬), মো. তানিম (২০), মামুন (৩২), ইসমাইল (৩৩), মাহাবুব (৩১), নাঈম (২২) ও ওলিউল্লাহ (২০)। সবাই কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আহত জেলেরা জানান, হঠাৎ উত্তাল সাগরে দুপুর ১২টার দিকে ট্রলারটি ডুবে যায়। প্রাথমিকভাবে ৫ জনকে স্থানীয় একটি ট্রলার উদ্ধার করে। বাকি ২ জন তীরে ভেসে এলে ট্যুরিস্ট পুলিশের নজরে পড়লে তাৎক্ষণিকভাবে স্পিডবোট পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।

ডুবন্ত ট্রলারটির মাঝি মামুন বলেন, “আমরা সকালে মাছ ধরতে বের হয়েছিলাম। হঠাৎ সাগর উত্তাল হয়ে ট্রলার ডুবে যায়। আমরা ভেসে থাকি, পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হই। ট্রলারের অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সৈকতে দায়িত্ব পালনের সময় আমাদের সদস্যরা দুই জেলেকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত স্পিডবোট পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে বাকিদেরও উদ্ধার করা হয় এবং চিকিৎসার পর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, স্থানীয়দের সহায়তায় ওয়াটার বাইক ও ট্রলারের মাধ্যমে সাতজনকেই উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলারটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সেটিও উদ্ধার সম্ভব হয়েছে।

আসিফ

×