
চুয়াডাঙ্গার জীবননগর পৌর কাঁচা বাজারের, ১০টি দোকান সোমবার দিবাগত রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা শোনার পর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আল আমীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে তিন বান করে টিন এবং নগদ ৯ হাজার টাকা করে সহায়তা দেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ঘটনা শোনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সবসময় জনগণের পাশে আছি। আজ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে তিন বান করে টিন এবং নগদ ৯ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, আলমগীর হোসেন (শাহিন স্টোর), ইমন (ইমন মুদি স্টোর), সাইফুর ইসলাম (ফারুক স্টোর), সাকলাইন (আকাশ মুদি স্টোর), মেহেদী হাসান (রানা টি স্টোর) ও সাইফুল ইসলাম (সাহেব টি স্টোর)।
সায়মা