ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সুন্দরগঞ্জে

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৯, ২৫ মে ২০২৫

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কছিরন নেছা (৬৮) নামে এক বৃদ্ধা। 

শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি নামাটারি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত কছিরন নেছা ওই গ্রামের কেফাত উল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কছিরন নেছার সঙ্গে তার ছেলে ও পুত্রবধূর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এতে তিনি মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অভিমানে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে তিনি তদন্ত শুরু করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

এএইচএ

×