ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিডিও ধারণের অপবাদে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৪

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৪:১১, ১৭ মে ২০২৫

ভিডিও ধারণের অপবাদে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৪

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে মোবাইল ফোনে ভিডিও ধারণের অপবাদে শাহিন শেখ (২৫) নামে এক দিনমজুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত শাহিন শেখ ওই গ্রামের জিন্নাহ শেখের ছেলে।

নিহতের বাবা জিন্নাহ শেখ জানান, “শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুলসহ কয়েকজন সালিশের কথা বলে শাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে কাঠের বাটাম দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।”

তিনি আরও জানান, “তারা অভিযোগ তোলে, শাহিন নাকি একটি ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেছে। সেটিকেই কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। আমরা রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করবো।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।
 

মারিয়া

×