
ছবি: জনকন্ঠ
ময়মনসিংহে ঈদকে সামনে রেখে বেড়েছে গরু চুরি। প্রতি রাতে জেলার কোথাও না কোথাও গরু চুরি হচ্ছে। আতঙ্কে রয়েছে কৃষক ও খামারিরা। বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষজন রাত জেগে গরু পাহারা দিচ্ছেন।
ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে সদর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল,তারাকান্দা ও ফুলপুরে সংঘবদ্ধ গরু চোরের উৎপাত বেশি। ঈদুল আজহাকে সামনে রেখে গ্রামের গরুগুলোকে টার্গেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৮ মে) দিনগত মধ্যরাতে ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বালিচাঁন্দা গ্রামে জামাল খার বাড়ির গোয়াল-ঘর থেকে ৪টি গরু নিয়ে যায় চোর । একই সময় পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার ধলিরকান্দা গ্রামের সালাম সরকারের ৩টি গরুও চুরি হয়ে যায়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে গত (১৩ মে) রাতে কৃষক মো. সাঈদ ভূঁইয়া তার দুই ভাই প্রতিদিনের মতো আটটি গরু গোয়াল-ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে চুরি হয়ে যায় গরুগুলো।
গত ২২ দিনে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে অর্ধ শতাধিক গরু চুরির হওয়ার ঘটনা ঘটেছে। শুধু ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে অন্তত ৩৫টি গরু চুরি হয়ে গেছে বলে জানা যায়। যাদের গরু রয়েছে, তাদের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
ময়মনসিংহের ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের বালিচাঁন্দা এলাকার কৃষক জামাল বলেন, ‘আমার দুটি বড় গাভি, একটি বড় ষাঁড় ও একটি ছোট বকনা বাছুর ছিল। গত শুক্রবার মধ্যরাতে ঝড়বৃষ্টির সময় চোর গরুগুলো নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘গরু লালন-পালন করতে ব্যাংক থেকে লোন নিতে হয়েছে। কোরবানির ঈদের কয়েকদিন আগে ষাঁড়টি বিক্রি করার আশা করেছিলাম। চোর আমার ভবিষ্যৎ ও আশাকে দুঃস্বপ্নে পরিণত করেছে।’
ধলিরকান্দার কৃষক সালাম সরকার জানান ‘চোর প্রাইভেটকারে এসেছিল। মধ্যরাতে ঝড়বৃষ্টির সময় সড়কের পাশে প্রাইভেটকার থামিয়ে ৩টি গরু পিকআপ ভ্যানে তোলা হয়েছিলো। এসময় টের পেয়ে চোরদের আটকানোর চেষ্টা করলে দ্রুত গাড়ি চালাতে শুরু করে। পরে ইটপাটকেল মারলে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। কিন্তু আটকানো সম্ভব হয়নি। এদিকে চুরির ঘটনা ঘটলেও পুলিশের তৎপরতা নেই বললেই আলে। ময়মনসিংহের গ্রামগুলোতে পুলিশের নজরদারির কম থাকায় গরু চুরির বাড়ছে।’
এসব বিষয়ে ময়মনসিংহের এসপি কাজী আখতার-উল আলম বলেন, গরু চুরির ঘটনা ঘটলে গরুর মালিকদের থানায় অভিযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন গরু চুরি বন্ধে পুলিশ তৎপর রয়েছে। চোর চিহ্নিত এবং চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।
মুমু