
ছবি: সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের পরপরই ঘটল ভয়াবহ এক দুর্ঘটনা। আকাশে উঠার মুহূর্তেই বিমানটির একপাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায়। এতে করে হঠাৎ করেই বিপদের মুখে পড়ে বিমানের পাইলট, কেবিন ক্রু এবং ৭১ জন যাত্রীসহ মোট ৭৫ জন।
এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পেশাদারিত্ব ও অসীম সাহসিকতার পরিচয় দেন পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন বিল্লাল। দ্রুত বুদ্ধিমত্তার সাথে তিনি যোগাযোগ করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এবং জরুরি অবতরণের অনুরোধ জানান।
খবর পেয়ে বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও ইঞ্জিনিয়ারিং টিম। পুরো বিমানবন্দরজুড়ে তৈরি হয় চরম সতর্কতা।
অবশেষে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত—দক্ষ ক্যাপ্টেন বিল্লালের নিখুঁত নিয়ন্ত্রণে বিমানটি নিরাপদে অবতরণ করে। তার বিচক্ষণতা ও দক্ষতায় রক্ষা পায় বিমানের সব যাত্রীর প্রাণ।
জরুরি অবতরণের সময় বিমানটির রানওয়ে স্পর্শ করার ভিডিও ধারণ করে এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)। সেই ভিডিও পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, বিমানটি একপাশে হেলে রানওয়ে ছোঁয়, যেন ভারসাম্য রক্ষা করে বেশি চাপ এড়ানো যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ক্যাপ্টেন বিল্লালের সাহসিকতা ও অভূতপূর্ব দক্ষতায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আলীম