
ছবি: প্রতীকী
কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সোহান বাবু নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি সন্ন্যাসীতলা গ্রামে। নিহত সোহান ওই গ্রামের ছাদেক আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়িতে শিশুটির মা ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সোহান বাবু খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা।
খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পেছনের পুকুরে সোহান বাবুকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।
এম.কে.