ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ২১:০০, ৫ মে ২০২৫

ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হিরো আলমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, মারধর এবং গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। 

গত রোববার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বগুড়ার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।

বাদী সাদিয়া রহমান মিথিলা আদালতে দায়ের করা অভিযোগে বলেন, ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখিয়ে হিরো আলম তাকে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। পরে এক মৌলভী ডেকে তাকে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। এ সময় শর্ট ফিল্ম তৈরির কথা বলে তার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন। ১৮ এপ্রিল বাদীকে হিরো আলম বগুড়ার নিজ বাড়িতে নিয়ে গিয়ে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্য আসামিদের সঙ্গে নিয়ে তাকে মারধর করেন। এতে রক্তক্ষরণ শুরু হলে তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে তার গর্ভপাত হয়। পরে তিনি ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই মামলায় হিরো আলম ছাড়াও আসামি করা হয়েছে তার মেয়ে আলো বেগম, সহকারী আল আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিমকে। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসাতে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আদালত ও তদন্তে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে।”

পিবিআই বগুড়ার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

আবীর

×