
ভুয়া উন্নয়ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং নাগরিক সেবায় ঘুষ-দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা সাফিকুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
সোমবার (৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধরখার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির জীবন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশাদুল ইসলাম আশিক, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক সদস্য আব্দুল হান্নান, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান থাকাকালীন সাফিকুল ইসলাম বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। স্থানীয় ছতুরা আব্দুল খালেক (রহ.) মাজারের ড্রেন নির্মাণ ও জাইকা প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তারা জানান, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করতেন তিনি।
বক্তারা আরও বলেন, একসময় দরিদ্র এই ব্যক্তি এখন দুর্নীতির টাকায় ঢাকা ও কুমিল্লায় বাড়ি করেছেন। তিনি অতীতে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও তিনি এখনো গ্রেপ্তার হননি।
নেতারা সাফিকুল ইসলামের বিএনপিতে প্রবেশের অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, তিনি যদি আবার চেয়ারম্যান হতে চান, তাহলে এলাকাবাসী তা রুখে দাঁড়াবে।
উল্লেখযোগ্য তথ্য: চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সাফিকুল ইসলামকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
এসএফ