ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ৫ মে ২০২৫; আপডেট: ২১:০৬, ৫ মে ২০২৫

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ

ছবি: জনকণ্ঠ

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে ২টি মসজিদ ও ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এসব বিতরণ করা হয়।


শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজীউর রহমান গাজী, উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমানসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।


সভায় শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে নেতৃবৃন্দরা বলেন, প্রবাসে থাকলেও দেশ ও দেশের মানুষের কথা মনে পড়ে। আমরা কিছু করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকে নানা সময়ে তৃণমূল মানুষের কল্যাণে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবার সিলিং ফ্যান বিতরণ করেছি। আগামীতে আরও কিছু করতে চাই। আমাদের পরিকল্পনা রয়েছে শায়েস্তাগঞ্জে একটি বৃদ্ধাশ্রম করার। এজন্য উপজেলা প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, সাংবাদিকসহ নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, সেবামূলক কাজে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সমজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করে মহৎ কাজের পরিচয় দিয়েছে।

মামুন/রবিউল

×