
ছবি: জনকণ্ঠ
গোবিন্দগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আ.ম শাহ সুলতান আলম তালুকদারের অবসর বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার কলেজের শিক্ষক বিশ্রামাগারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আজিজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. বসির আহমেদ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দেবযানী দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জামিল হোসেন মন্ডল, নূর হোসেন, রেজাউল করিম মন্ডল, অন্নদাশংকর রায়, আহসান হাবিব তালুকদার, সোহেল রানা মন্ডল, মোরশেদা সুলতানা, রফিকুল আলম বুলবুল, নূর মোহম্মাদ সিদ্দিক, মামুন-অর-রশিদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপ্লব।
আবীর