
কালিয়াকৈর থানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চাপার এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম হোসেন গত ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াসিম হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যা তদন্তাধীন রয়েছে।
এসএফ