ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে শ্রমিকের আত্মহত্যা

মুন্সি সিরাজুল ইসলাম, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশিত: ২০:৩৬, ৫ মে ২০২৫

বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে শ্রমিকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে মো. মফিজুর রহমান শেখ (৫৫) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছেন। সোমবার (৫ মে) বেলা ১২টার দিকে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

মফিজুর রহমান উপজেলার ময়না ইউনিয়নের ময়না পূর্বপাড়া গ্রামের গোলাম শেখের ছেলে। তিনি পেশায় শৌচাগারের রিং-স্ল্যাব বসানোর শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুর দীর্ঘদিন ধরে কোমরের হাড়ক্ষয়ে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসারে অভাব-অনটন ও চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, “মো. মফিজুর রহমান বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার অসুস্থতা ও আর্থিক সংকটের কথা জেনে আমরা তাকে একটি সহায়তা কার্ড দিয়েছিলাম। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

নুসরাত

×