
ছবি: প্রতীকী
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ছোট সাদিপুর এলাকায় কনকা ফ্যাক্টরির সামনে ইউ টার্ন মোড়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ১ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৪ টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের টিপরদী ও ছোট সাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকেরা নিহত নয়ন (৪৫), ও আহত আকবর (৫০), আজিজুল ইসলাম (৬৫), শহিদুল (৪০), আমিনুল ইসলাম (২৭), সজীব (৩০), হৃদয় (২৫), রুবেল (২৫) তানভীর (২৫), কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
স্থানীয়রা জানান, অটোরিকশা করে যাত্রীরা মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে টিপরদী ও ছোট সাদিপুর এলাকার কনকা ফ্যাক্টরির সামনে ইউ টান মোড়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নয়ন (৪৫) নামের ১ জনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
কাচপুর হাইওয়ে থানার (ওসি) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শহীদ