ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বগুড়ায় জুলাই-আগস্টের হত্যা মামলায় নিশিন্দারা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ২২:৪৩, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ায় জুলাই-আগস্টের হত্যা মামলায় নিশিন্দারা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া সদর উপজেলার ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকারকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সদর উপজেলার নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম সরকার সদর উপজেলার দশটিকা গ্রামের আলহাজ্ব বুলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় আব্দুল মান্নান হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় শহিদুল ইসলাম সরকার এজাহারভুক্ত ৩৫ নম্বর আসামি। মামলার ভিত্তিতে শনিবার নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করায় শহিদুল ইসলাম সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়। পরবর্তীতে বিএনপি থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং এরপর তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, শহিদুল ইসলাম সরকার ২০২২ সালেই আওয়ামী লীগের পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শহিদুল ইসলাম সরকার এক সময় বিএনপির সক্রিয় নেতা ছিলেন। স্থানীয় রাজনীতিতে তার একটি প্রভাবশালী অবস্থান ছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তবে ২০২২ সালের পর থেকে তার রাজনৈতিক অবস্থান ও সংশ্লিষ্টতা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার কার্যক্রম চলমান রয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, তাকে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হতে পারে।

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার