
বাউফলের বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ও যুবদলের সাবেক নেতা শামীম মৃধার নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোনে ধারণ করা ১৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় ১০-১৫ জন রামদাসহ দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বগা জিয়ার সৈনিক এক হওয়া স্লেøাগান দিয়ে বন্দরের সরকারি প্রাইমারী স্কুল রোডের পুকুর পাড়ে নির্মিত একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছোট ছেলে হাসিবুর রহমান হাওলাদার। তিনি এই প্রতিষ্ঠানে বসে তার অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে হাসিব হাওলাদার সরকারি জায়গা দখল করে এই ব্যবসা প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী ও সমর্থকরা দখল করে নেয় এবং সেখানে একটি ফাউন্ডেশনের সাইন বোর্ড ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজী সত্যতা স্বীকার করে বলেন, ভিডিওটি পুরানো। ৬ আগস্টের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের ছোট ছেলে হাসিব হাওলাদার সরকারি জায়গা দখল করে একটি ব্যবসা প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা সেই ব্যবসা প্রতিষ্ঠানটি অবমুক্ত করে সেখানে একটি অফিস করেছি।