
মাদারীপুরে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সকাল ১১ টার সময় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি এলাকায়এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত আজিবার সরদার দুই ছেলে আতাবুর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩৫)।
আহতরা হলেন খোয়াজপুর ইউনিয়নের মজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭),একই ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮),আজিবার সরদারের ছেলে অলিল সরদার(৪০)
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট সংলগ্ন এলাকায় মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝখানে ড্রেজারের বালু তোলার পাইপ নিয়ে দু- পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি লাগে তিনজন গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয় এবং আরো দুজন কে গুজরত জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।এরপর সদর হাসপাতালের মর্গে দুজনের লাশ নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন সাইফুল এর আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এই জেরে বালু ব্যবসায় ও এলাকায় আধিপত্য বিস্তারকারী সাইফুল ও তার ভাইয়ের উপর হামলা করে। তারা তিন ভাই নিজেদের প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হামলাকারিরা তাদের কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে সাইফুল ও তার ভাই নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজু