ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

হোসেনপুরে জিনারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, হোসেনপুর কিশোরগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ১০ ডিসেম্বর ২০২৪

হোসেনপুরে জিনারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা

কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা জানিয়েছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাতে হাজীপুর বাজার বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় জিনারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আহবায়ক সোহরাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাচ্চু,বিএনপি নেতা আকরাম হোসেন মড়ল, নজরুল ইসলাম,ইসমাইল হোসেন আকন্দ, আকরাম হোসেন ভূইয়া,মজনু মিয়া,
মোস্তাফিুজর রহমান কাজল, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, মোস্তফা মির্জা, আনাস মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার বিকেলে জিনারী ইউনিয়ন পরিষদ মাঠে জিনারী ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ভোটের মাধ্যমে ৬৯ ভোট পেয়ে মো. বাহার উদ্দিন বাহার সভাপতি, ৫৬ ভোট পেয়ে মো. বাবুল মিয়া সাধারণ সম্পাদক, ৭২ ভোট পেয়ে আলম সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কুতুব

 

×