ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ডেমরায় ককসিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: কারখানা সম্পূর্ণ ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা :

প্রকাশিত: ২০:৫৩, ১০ ডিসেম্বর ২০২৪

ডেমরায় ককসিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: কারখানা সম্পূর্ণ ভস্মীভূত

সোমবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর ডেমরার ফার্মের মোড়ে মন্ডল এন্টারপ্রাইজ নামের একটি ককসিট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও কারখানাটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
জানা গেছে, মন্ডল এন্টারপ্রাইজ নামের ককসিট কারখানার সাথে লাগোয়া একটি চায়ের দোকানের এলপি গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল ৯টার দিকে হঠাৎ করেই গ্যাসের চুলা থেকে আগুনের লেলিহান শিখা কারখানায় ছড়িয়ে পড়ে।

কারখানার ভেতরে থাকা দাহ্য উপাদান, বিশেষ করে ফোম জাতীয় কাঁচামাল থাকায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে তারা দ্রুত ডেমরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ডেমরা ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার ওসমান গনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।

এটি একটি ফোমজাতীয় কারখানা হওয়ায় আগুন দ্রুত পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
অগ্নিকাণ্ডের কারণে মন্ডল এন্টারপ্রাইজ নামের ককসিট কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কারখানার ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন লাগার পরপরই দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।

 

×