ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

প্রকাশিত: ২১:১২, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:২৭, ৭ ডিসেম্বর ২০২৪

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

ছবি: সংগৃহীত।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে থামছে না বিস্ফোরণের গর্জন। এসব বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকা, ফলে আতঙ্কিত হয়ে রাত কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা। টেকনাফ পৌরসভা, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপের এলাকার মানুষজন চরম উদ্বেগে রয়েছেন, বিশেষ করে শিশুরা ও বয়স্করা নানান সমস্যায় পড়ছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে টেকনাফ। ওই সময় মিয়ানমারের আকাশে বিমান দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে, মংডু শহরের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করা আরাকান আর্মির অবস্থানে আক্রমণ চালাতে বিমান থেকে বোমা হামলা করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাবরাং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ ও শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, "মংডু শহরের দক্ষিণে অবস্থিত গ্রামগুলো থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শক্তিশালী গ্রেনেড, মর্টারশেল ও বোমার শব্দে টেকনাফের বসতবাড়িগুলো কেঁপে উঠছে। সীমান্তের লোকজন রাতে ঘুমাতে পারছে না, বিশেষত শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। মংডু এলাকাতে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা গেছে।"

সীমান্তের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা মো. ইসলাম বলেন, "বিস্ফোরণের শব্দে বাড়িঘর কেঁপে যাচ্ছে। অনেকেই শীতের রাতে বাড়ির বাইরে অবস্থান করছেন, আতঙ্কে ঘুমাতে পারছেন না।"

এই বিস্ফোরণের কারণে শুধু সীমান্ত এলাকা নয়, পুরো টেকনাফে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে, কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। সীমান্তবাসী ও স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে যদি মিয়ানমারের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়।

নুসরাত

×