সুন্দরবনের ২০ হরিণ শিকারী আটক
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২০ শিকারীকে আটক করেছে বনরক্ষী। শনিবার (৯ নভেম্বর) দুপুরে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। এর আগে তাদেরকে শুক্রবার রাতে সুন্দরবনের ধানসিদ্ধির চর সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসি এফ রানা দেব ও সহকারি ষ্টেশন কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, শুক্রবার রাতে ট্রলারে করে পশুর নদীতে টহলের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলার দেখতে পান। এসময় ট্রলারটি নন্দবালা টহল ফাঁড়ির অফিস অতিক্রম করে নিচের দিকে যাওয়ার সময় তাদেরকে থামার সংকেত দিলেও তারা ট্রলার না থামিয়ে দ্রুত গতিতে বনের গহীনের ছুটে যায়। একপর্যায়ে তাদের পিছু ধাওয়া করে ধানসিদ্ধির চর সংলগ্ন মাঝ নদী থেকে ট্রলারটি ও ট্রলারে থাকা ২০ শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ট্রলারটি তল্লাশী করে হরিণ শিকারের বেশ কিছু ফাঁদ জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে বেআইনীভাবে সরকারি সংরক্ষিত সুন্দরবনে হরিণ ধরার ফাঁদের রশি নিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে যাওয়ার অপরাধে বন আইন ১৯২৭ সাল ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ধারায় চাঁদপাই রেঞ্জে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা সবাই ঢাকা, নারায়নগঞ্জ সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
তাজিন