ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার

দেশের কল্যাণে কাজ করছে অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ 

নিজস্ব সংবাদদাতা,মধুপুর,টাঙ্গাইল

প্রকাশিত: ২১:১৩, ৮ নভেম্বর ২০২৪

দেশের কল্যাণে কাজ করছে অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ 

‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো , বিনা সুদে পুঁজি নেব’- এই শ্লোগানে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে টাঙ্গাইলের মধুপুরের ভবানীটেকী চৌরাস্তা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ মধুপুরের সংগঠকদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়াগাছা ইউনিয়নের সভাপতি উবায়দুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ‘অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ’ সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার।

এ সময় আরোও বক্তব্য দেন অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: নজরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব  অন্যতম প্রধান সংগঠক জালাল উদ্দিন আহমেদ,অন্যতম প্রধান সংগঠক মেহেদী হাসান, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, ভবানীটেকী চৌরাস্তা বাজার বণিক সমিতি’র সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান তারা, কুড়াগাছা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মধুপুরের সংগঠক শফিক সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাসুদ হাসান, ধনবাড়ী উপজেলার সংগঠক ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, জামালপুরের সংগঠক নাছিমা বেগম, সরিষাবাড়ী উপজেলার সংগঠক মঞ্জুয়ারা বেগম সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি অহিংস গণঅভ্যুথান  বাংলাদেশ সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার তিনি তার বক্তব্যে বলেন, দেশের অর্থ লুট করে বিদেশে প্রচার করেছে যারা। সেই প্রচার হওয়া অর্থ উদ্ধার করে দেশের মানুষের মাঝে বিনা সুদে পুঁজি দেওয়ার সকারের সাথে আইন প্রণয়ন সহ বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।

সমাবেশে টাঙ্গাইল,জামালপুর, শেরপুর,ময়মনসিংহ জেলার সকল উপজেলার সংগঠকরা উপস্থিত ছিলেন।  
 

এসআর

×