ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

প্রকাশিত: ১৬:২০, ৫ নভেম্বর ২০২৪

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 


 
 
 টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
   

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টার এ অবরোধের কারণে সকাল থেকেই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে।  শ্রমিকদের  অভিযোগ, এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো।

 

এমন ঘটনার প্রতিবাদে একপর্যায়ে শ্রমিকরা মালিকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

 
 
অপরদিকে মহানগরীর বাইমাইল এলাকার হর্নবিল এ্যাপারেলস নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতন ও নাইট বিল বৃদ্ধিসহ ১৭টি দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

সাইফুল

×