
খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়ির লতিবানে প্রতিপক্ষের দুর্বৃত্তেদের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে।
অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দুরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ভোরে শহরে প্রবেশ করে।এখন পর্যন্ত কোথাও পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে গতকাল বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
ইউপিডিএফ এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ সংঘাত ও বৈষম্য বিরোধীদের মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন।
টুম্পা