ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

কাঁচা বাজারে আগুন,বিপাকে ক্রেতারা

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ

প্রকাশিত: ২২:০৩, ১০ অক্টোবর ২০২৪

কাঁচা বাজারে আগুন,বিপাকে ক্রেতারা

বাস স্ট্যান্ড কাঁচাবাজার

বরিশালের বাকেরগঞ্জে সবজির দাম সাধ্যের বাইরে চলে যাওয়ায় কাঁচা বাজারে কেনাকাটায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষরা।

১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার বাস স্ট্যান্ড বৃহত্তম কাঁচাবাজারে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শাক-সবজি,মাছ,মাংসসহ নিত্যপণ্যের দাম চড়া।

সবজি বিক্রেতা মো: সহিদ হোসেন জানান,কেজি দরে গাজর ২০০ টাকা ,কাঁচামরিচ ৪০০ টাকা,টমেটো ২০০ টাকা,শশা৭০, বেগুন ১৬০, মিষ্টি কুমড়া ৬০ টাকা,পিঁয়াজ ১১৫ টাকা,ফুলকপি ১২০ টাকা।

বাজার করতে আসা ফিরোজ হাওলাদার বলেন, সবজির মূল্য আসলে আমাদের হাতে নেই, কিছু করারও নেই। তারা যে দামে দেবে, আমাদের সেই দামে কিনে খেতে হয়। বাজার মনিটরিং করতে প্রশাসনের কোন উদ্যোগ নেই। মানুষ এখন বাধ্য হয়ে চড়া মূল্যে নিত্যপণ্য ক্রয় করেন।

গরুর মাংস ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি আকারভেদে কেজি প্রতি ১৮০-২২০ টাকা,কক মুরগি ৩৫০ টাকা , কাতলা মাছ ৬০০ টাকা , রুই মাছ ৫০০ টাকা , ইলিশ মাছ ৮০০থেকে ২০০০ টাকা আর ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ টাকা কেজি। এছাড়া,নদীর চিংড়ি আকারভেদে ৭০০ থেকে ১০০০ টাকা কেজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বাজার মনিটরিং টিম রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হবে।

ফুয়াদ

×