গাড়ি চালক শিহাব।
পটিয়ার আলোচিত ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি থানা পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া থানা পুলিশের একটি টিম পৌরসভার কাগজী পাড়ার একটি গ্যারেজে তল্লাশি চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করেন।
পুলিশ জানান, গত ২৭ জুলাই দিন দুপুরে পটিয়া বাইপাসের ফারুকী পাড়া পয়েন্টে একটি বাস আটকে যাত্রীর কাছ থেকে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে। এ কাজে ব্যবহার করা হয় একটি মাইক্রোবাস। ঘটনার দীর্ঘদিন পেরুলোও কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পটিয়া পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন ও তার সহযোগী মনিরকে আসামীকে থানায় একটি মামলা করা হয়েছে।
পটিয়া থানার এসআই মো: মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবি